পরিচিত মুখোশের আড়ালে পাই না তোমায় খুঁজে
এ শহর বুঝি নিয়েছে তোমায় নুনের দামে কিনে
চলে গেছ তাই ব্যথিত বাতাসের ভার রেখে গেছ স্বপ্নের স্ববিরোধী সন্দেহ
যুবতী পল্লীর জলসায় জ্বলে কার বিষাদিত দেহ|
বাতাসের ঝরে পড়া খামে কিছূ অলিখিত রাত
ফেরারী ঠিকানায় আজ আমি প্রাচীন করাত|