‘আবার ভালবাসার সাধ জাগে’
আমার সবুজ পরী,
আজ তোমাকে দেখলাম—
নতুন রূপে, নতুন নামে।
‘পিউ’ নামে তুমি তুলনহীনা।
তোমার প্রিয় ‘সঞ্চিতা’র সন্ধান
আমাকে মনে করিয়ে দিল—
‘পিউ পিউ বিরহী  পাপিয়া বোলে’।
অকালে তোমার ‘পলাশ’
হারিয়ে গেল, আকাশ দুর্ঘটনায়।
নিয়তির খেলা চিরন্তন।
হয়তো ‘সায়ন্তন’ হয়ে ফিরেছিল
তোমার কাছে।
পুত্রবধু তো নয়, যেন কন্যা ছিলে তুমি মাসিমা’র।
তাঁর অন্তরেচ্ছার প্রতি তোমার উপহাস—
এত  কাছে পেয়েও সায়ন্তনের প্রতি অবহেলা,
তোমার প্রিয় গণিতশাস্ত্র’র সঙ্গে মেলে না।
দর্শনান্তিক দৃষ্টি না থাকলে,
জীবনটা অজানাই থেকে যায়।
আর সেটাই তোমার জীবনের
সবচেয়ে বড় ট্রাজেডি।
সায়ন্তন ফিরে গেল, অন্য কোথাও—
রেখে গেল তোমার প্রতি তার শেষ চিঠি।
মাসিমা চলে গেল তাঁর হারানো
প্রিয়তম'র শেষ  ঠিকানায়।
শূন্য তখন জীবনের গুলবাগিচা।
একদিন দেখা হল তোমাদের—
জীবন-নদীর নতুন বাঁকে,
একঝাঁক নতুন স্বপ্ন দুটি হদয়ে—
শুরু হল তোমাদের যুগল চলন—
‘আবার ভালবাসার সাধ জাগে’ !!
---ভাল থেকো !!