‘রিয়া’, আজ তোমার বিজয়মূকুট
আমি নিজের হাতে  পরাতে চাই ।
অর্থ, যশ, প্রতিপত্তি জীবনের সবকিছু নয়—
তা’ শুধু তোমার পিতা নয়,
সমাজ-পিতারাও বোঝে না ।
তাই, তাদের কাছে ‘প্রেম’ অর্থহীন ।
সহায় সম্বলহীন প্রেমিক ‘অসীম’—
তোমার কাছে অনন্ত সুখ !
কিন্তু অন্ধ-সমাজ তা’ দেখে না ।
অথচ সমাজ-জীবনের মাঝেও থাকে,
আর এক স্বপ্নের পৃথিবী—
তাকে খুঁজে নিতে হয়,
ওরা জানেে না, জানতে চায় না।
কিন্তু তোমাদের দৃঢ় সংকল্প--
এক-মন, এক-প্রাণ এনে দিল--
এক স্বপ্নময়  সুখের ঠিকানা।
ভাল থেকো তোমরা !!