দুটি পাখি / রইসউদ্দিন গায়েন


পাখি দুটি রোজ সকালে আসতো
আমার ঘরের জানলার কাছে,
একটা তারের ওপর বসতো ওরা ।
পাশাপাশি এমনভাবে থাকতো,
যেন ওরা চিরসুখী, চিরসুন্দর !!
একটি পাখির মাথায় যেন
রঙিন রাজমুকূট-
পাশেই তার প্রেয়সী ।
নাম না-জানা পাখি দুটি আসতো-
ঊষার আলোর সাথে ।
ভোরের হাওয়ায়, মিষ্টি সুরে—
আমার ঘুম ভাঙাতো ।
একদিন দেখি  প্রেয়সী একা—
নীরব কন্ঠ তার ।
প্রশ্ন আমার মনে—একা কেন?
পরদিনও দেখি একা ।
আরও একটি ভোরের প্রতীক্ষায়—
তখনও আমি আধো ঘুমে ।
ফুটলো ঊষার আলো—
কিন্তু না, এল না সেই পাখিরাজ।
সাথীহারা একা এসেছিল আরও কিছুদিন ।
সেই তারের রাজপ্রাসাদ আজ শূন্য !
মনে মনে ভাবি--হয়তো সেই প্রিয়হারা পাখি
নদী-সাগর- শ্যামল বনভূমি পেরিয়ে
কোন্ সবুজ পাহাড়ের দেশে,
নাম না জানা ঠিকানায়-
কেঁদে ফেরে আজও !
হয়তো কখনো আসবে আবার,
আমার ঘরের জানলার পাশে-
তাদের ফেলে যাওয়া রাজপ্রাসাদে।
একটা করুণ কান্না যেন স্তব্ধ হয়ে আছে বুকে—
নাম না-জানা সেই ছোট্ট দুটি পাখির জন্য !!