‘নারী’
‘মা’ নামে প্রথম তোমাকে ডেকেছি—
চিনেছি জগত, দেখেছি আলোছায়ার খেলা।
আদরে সোহাগে স্নেহের পরশে
শৈশব-কৈশোর পেরিয়ে যাওয়া।
শুরু হয় জীবন-যৌবনের নতুন পথ—
আসে প্রকৃতির  প্রণয়ীরূপ, এক ‘নারী’।
নানা রূপ-রস-গন্ধ নিয়ে বসন্ত আসে দ্বারে।
বাসন্তীর নানা রঙে সাজানো ঘর
দেশ থেকে দেশান্তর—
সময়ের স্রোতে একদিন
আমার ঘরে এল এক কন্যারত্ন,
আগামী পৃথিবী-সৃজণা ‘নারী’।
জন্ম-মৃত্যুর পালা অবিরাম—
নানারূপে ‘নারী’।
তুমি আসবে বলেই আকাশ আরও নীল
নানা সাজে মেঘের আনাগোনা।
কাশের বনে উঠেছে দোল দোলানো
শুভ্রতার ঝলক, আনন্দরাশি।
নদীর বুকে পালতোলা মাঝির কন্ঠে গান,
ঘর-ভোলানো সুর রাখালিয়া বাঁশিতে,
নতুন সুর ও ছন্দ বাউলের একতারায়,
পাড়ায় পাড়ায় ঢাকের বাদ্যি।
ঘরে ঘরে শঙ্খধ্বণি তোমার প্রতীক্ষায়
উমা—আসবে মা মেনকার ঘরে।
পরমা প্রকৃতি, আরাধ্যা আর এক ‘নারী’—
দেবী দুর্গা, দুর্গতিনাশিনী।।