পঁচিশের উত্তাপ ছিল দেহে-মনে
বিকেলে প্রেমিকার হাতছানি,
দু'চোখে নীল স্বপ্ন, কম্পিত অধর--
বজ্রসঙ্কেত সারা আকাশ জুড়ে!
সহসা বিদ্যুতরেখা,স্ফিতবক্ষের
কম্পিত নির্বাক আহ্বান---
ভুলেছিলাম একুশ তুমি,
দুরন্ত বাঁধভাঙা আলিঙ্গন,
পঁচিশ-একুশের অবাধ্য ঝড়,
নির্বিরোধ ফাল্গুনি সন্ধ্যায়।
মুখোমুখি নিবিড় বন্ধনে,
পঁচিশ-একুশের দীর্ঘ রাত যেন মিনিট।
নিদ্রাহীন আবেশে কয়েক পশলা বৃষ্টি---
স্নিগ্ধ-শান্ত-অবসন্ন নতুন সকাল।
সেদিনের ডায়েরি আজ অশ্লীল কবিতা!!