হয়তো এখনও সময় আছে--
কালো পাহাড়টা ঘুমুচ্ছে মেঘের কোলে।
নবারুণালয়ে আশ্রিতেরাও ফণা তোলে।
পাহাড়ি ফুল বিষমপদী ছন্দে দোদুল্যমান--
আজ সবাই জীবনানন্দ-উদ্ধৃত
'রোদ ভাঁড়ারের রসে' বিভোর--
পরিত্যক্ত রবীন্দ্র-নজরুল!
উত্তরাধুনিকতার নামে,কাব্যরসিক আজ
বহুরূপী দেহতাত্ত্বিক, মনস্তাত্ত্বিক;
খালিদাসের হেঁয়ালিত্বে--
দুবোর্ধ্য তত্ত্বকথায়,অমৃতের সমাধি!
হয়তো এখনও সময় আছে!!