ছুটি ছুটি ছুটি ও ভাই ছুটি এল রে—
লেখাপড়া ছেড়ে নতুন জুটি হ’ল রে।।


মল্লিকা আর মুনতাহানা গাইছে ছুটির গান--
নাসরিন্ আর স্মৃতির নাচে উঠল দুলে প্রাণ।
গুন্ গুনা গুন্ সুর ধরে ঐ ভোমরা এলরে
লেখাপড়া ফেলে কত বন্ধু এল রে।।


শন্ শন্ শন্ হাওয়ায় দোলে নানা রঙের ফুল
খোকনসোনার সাথে নাচে মৌমাছি বুলবুল।
ময়না,শালিক,দোয়েল টিয়া সঙ্গে এল রে
খাতা-কলম ফেলে কত বন্ধু এল রে।।


বিকেলবেলা মেঘবালিকা নীল আকাশের গায়
বলাকারা ফিরছে দেখ আপন কুলায়।
রাখাল-বন্ধু বাঁশের বাঁশি বাজিয়ে গেল রে
ছুটির দিনে আমার খেলার সাথি হ’ল রে।।