শুধু মনে আছে
একদিন এসেছিলাম— কবিতা নিয়ে।
কবে,আমার মনে পড়ে না।
সময় চলে গেছে, আমাকে ছেড়ে;
যারা ব’লে গেল—
‘ভাল লাগলো কবিতা’
‘না পাওয়ার কষ্ট নিয়ে লেখা’
তারা আর ফিরল না!
সেদিনের একজন শুধু
ফিরে চায় বার বার
আমার কবিতার পথে।
শত কাজের মাঝে
আজও ভোলেনি আমার কবিতা।
সযত্নে আগলে রেখেছে
সুরক্ষিত কবিতাঙ্গণে!
এ ঋণ অপরিশোধ্য।
সেদিনের অনেকেই হয়তো
হারিয়ে গেছে কোন্ অজানায়—
অথবা অন্য কোনও কুসুম কাননে
বেঁধেছে নতুন বাসা!
হয়তো বা আছে সবুজের মাঝে
অথবা চলে গেছে দূর নীলিমায়!
যেখানেই আছো— ভাল থেকো!
আজও তোমাদের মনে পড়ে
প্রতিটি সন্ধ্যায়, কবিতার আসরে!!