আমি কবি হ’তে চাইনি, লেখক হ’তে চাইনি
কিছু বলতে চেয়েছিলাম।
আমি যশ চাইনি, খ্যাতি চাইনি
শুধু সঙ্গ চেয়েছিলাম।।
আমি আসন চাইনি,বসন চাইনি
পাশেই থাকতে চেয়েছিলাম।
আমি প্রণাম চাইনি,সালাম চাইনি
হৃদয় চেয়েছিলাম।।
আমি মন্দির চাইনি,মসজিদ চাইনি
শুধু, মানুষ চেয়েছিলাম।
আমি এপার চাইনি,ওপার চাইনি
এক বাংলা চেয়েছিলাম।।
আমি পাক্ চাইনি, হিন্দ্ চাইনি
একটি ঘর চেয়েছিলাম।
আমি দেশ চাইনি, বিদেশ চাইনি
এক পৃথিবী চেয়েছিলাম।।
আসলে, কেউ বুঝতেই চায়নি
যে,আমি বাঁচতে চেয়েছিলাম।।।।