তুমি,
কেমন আছ,
এই বিজয়ার দিনে?
খুব জানতে ইচ্ছে করে!
পঁচিশের আগুন জ্বলছে আজও—
তোমার-আমার অনির্বাণ অগ্নিসাক্ষী হয়ে।
‘গান্ধর্ব’ সত্য জেনে, জীবনপথে যুগল চলন—
এ চিরসত্য যে তোমার-আমার, চিরপ্রণয়-বন্ধন।
তাই তো সেদিনের ডাক, প্রতিধ্বণি হয়ে ফেরে আজও—
তুমি কেমন আছ, বিজয়ার দিনে? খুব জানতে ইচ্ছে করে!
...তোমার উত্তরের প্রতীক্ষায়—