কিশোর কবি সুকান্ত'র 'ঘুম নেই' কাব্যগ্রন্থ প'ড়ে
মনে হয়েছিল, সত্যিই ঘুম না থাকারই কথা!
এর প্রতিধ্বণি শুনতে  পেয়েছি
বিদ্রোহী কবির কবিতা-গানে--
'রাতের কবিতা শেষ ক'রে দাও, এবার ঘুমাও কবি'।
রাত জাগা কবিতার মর্মবাণীর উদ্দেশ্য ছিল
ঘুমিয়ে থাকা মানুষের হৃদয়ে
সুন্দরের প্রতিস্থাপন করা।
কিন্তু এখন রাত জাগার অর্থ--
বিদেশী সুরাপান আর
চমক-ধমক আলোর রোশনীর মাঝে
অর্ধনগ্ন ঊর্বশী দর্শন।
এগুলোই নাকি আধুনিক কলাকৃতি!
কল্পকাহিনির আবেশে চাইনিজ আতসবাজির খেলা।
পরিণামে পরিবেশ দূষণ, শ্বাসকষ্ট, অকালমৃত্যু।
অথচ একদিন কবির কন্ঠে
বিদ্রোহ-বাণী উচ্চারিত হয়েছিল--
'উদার আকাশে বাতাসে কাহারা,
করিয়া তুলিছে ভীতির সাহারা'!?
সেদিন ঘুম ছিল না, সৃষ্টির নেশায়--কিন্তু হায়!
আজ ঘুম নেই ধ্বংসের নেশায়।।