‘হিন্দু না ওরা মুসলিম?’
এই প্রশ্ন যেন আর না ওঠে বাংলার বুকে।
একুশের বাংলা, একাত্তরের বাংলা—
রক্ত দিয়ে গড়া, ধর্ম দিয়ে নয়।
আল্লাহ মহান, রছুল মহান—
তাই কারো ঘর ভাঙতে বলেনি।
আল্লাহ মহান, রছুল মহান—
তাই কারো ঘরে আগুন লাগাতে বলেনি।
‘ভিন ধর্মীর পূজা মন্দির,
ভাঙতে আদেশ দাওনি হে বীর
আমরা আজিকে সহ্য করিতে পারিনাকো পরমত্
ক্ষমা করো হজরত’।
এখনও সময় আছে, বলো—'
ক্ষমা করো হে করুণাময় আল্লাহ'--
বলো--‘ক্ষমা করো হজরত’!
আর তাও যদি না পারো,তাহলে
একটাই পথ খোলা, ঠিক আমাদের মতো—
অপদার্থ'র স্বেচ্ছা-নির্বাসন—।
রফিক, সালাম. জাব্বার বরকতের স্বপ্নের বাংলা,
যেখানে রাম-রহিম গলাগলি করে, গালাগালি নয়।
সেখানে ইসলামের নামে বর্বরতা থেকে অন্তত
কয়েকটা মানুষ নিষ্কৃতি পাবে!