পথিকের কথা পথই জানে—
আর জানে কিছু প্রিয়দর্শী মানুষ ।
কোনও এক গুণী সাহিত্য-সাধকের
সহজ প্রশ্ন, পথিকের উদ্দেশে—
‘এত বিষাদ কেন?’...উত্তর নেই ।
‘আন্তন মাকারেঙ্কো’র দর্শনে
ধরা পড়ার মতো ।
পথিক, তাই নিরুত্তর ।।.....
কথাচ্ছলে কথা বলা
আর এক বাকশিল্প ।
তাই সে-পথই শ্রেয় ।.....
কবিগুরু আর এক কবিকে
তিরস্কার করেছিলেন এই ব’লে—
‘দ্যাখ্ উন্মাদ—তোর জীবনে শেলী’র মতো,
কীটস্-এর মতো খুব বড় একটা
ট্রাজেডি আছে, তুই প্রস্তুত হ’—।
হ’লও তাই ।.....
ঘোর আঁধারের পথে
আলো হাতে যারা এসেছিল
আজ তারা নেই ।
সত্যান্বেষী সে-সব মানুষ
কালের নিয়মে হারিয়ে গেছে ।
‘করুণ কেন অরুণ আঁখি’—?
কবিতায় কখনও বলে না—
এক অস্ফুট কান্না হয়ে থাকে
কাব্য-কথা’র মাঝে !!