প্রেম-প্রণয়-ভালবাসা, সর্বপ্রিয় সনাতন শব্দ হলেও—
এযুগের কিছু রংধারী মানুষ শুনলেই ক্ষেপে ওঠে ।
অথচ এরা জানে না, প্রেম কা’রে কয় ।
স্বয়ং ব্রহ্মা, তাঁর কন্যা সরস্বতীকে বিয়ে করেছিলেন ;
এটা কি প্রেম নয়?
নিষ্কাম অথবা সকাম যাই হোক না কেন—
শ্রীকৃষ্ণ-শ্রীরাধা’র প্রেম কি প্রেম নয়?
লায়লি-মজনুর প্রেম কি প্রেম নয়?
নজরুল-প্রমিলার প্রেম কি প্রেম নয়?
মধুসুদন-হেনরিয়েটা-র প্রেম কি প্রেম নয় ?
কমল-ফিরোজা-র প্রেম কি প্রেম নয় ?
পারুল-দেবদাসের প্রেম কি প্রেম নয় ?
রাজনেতাদের কথা নাই বা বললাম—
উদাহরণের শেষ নেই ।
সব জেনেও লাভ-জেহাদের তকমা দিয়ে—
প্রেম-ভালবাসার  প্রতি মারমুখী !
লজ্জায় মাথা নত হয় আমাদের,
এইসব বক-ধার্মিকদের কথা শুনে ।
এঁদের মুখে আবার বিবেকানন্দ-বাণী—
‘জীবে প্রেম করে যেইজন,
সেইজন সেবিছে ঈশ্বর’ ।।
কী বিচিত্র এইসব মানুষ!!!!!...