রেহনুমা,
বিজ্ঞানের ছাত্রী ছিলে তুমি–
শাহেদ ছিল দর্শনের।
ভার্সিটি-প্রাঙ্গণে তখনও বিশ্বাস-অবিশ্বাস
বিধাতা’র অস্তিত্ব—প্রশ্নে।
শাহেদের দর্শন, যুক্তি-নির্ভর।
তোমার ছিল অটুট আত্ম-প্রত্যয়।
চেনা-অচেনার ভিড়ে, তোমাকে ছেড়ে
শাহেদ ছুটে বেড়ালো ফিল্ম-নির্মাণের কাজে।
আর তুমি তখন ব্যথার খামে মোড়া ‘চিঠি’—‘শুচিস্মিতা’।
একদিন দ্বি-চক্রযানে – তোমাদের
‘এই পথ যদি না শেষ হয়’
স্বপ্ন-বিভোর প্রমোদ-ভ্রমণে দুর্ঘটনা—
শাহেদের মৃত্যু-ঘোষণা হাসপাতালে ।
জীবন-মরণের সন্ধিক্ষণে—
দর্শন-বিজ্ঞানের শেষ ঠিকানায়,
তোমার করুণ কামনা
বিশ্বস্রষ্টার কাছে—
প্রাণ ফিরে পেল শাহেদ।
লৌকিক বা অলৌকিক প্রশ্ন-বিতর্ক—
হয়তো আসবে অনেক ।
তবু গল্প, শুধু গল্প নয়—
দিন-রাত, আলো-আঁধার, সুখ-দুঃখ—
জীবন-মৃত্যু’র পালা অবিরাম—
হয়তো, কোনও এক
বিশ্বনিয়ন্তা’র খেলা !
'কেউ আসে, কেউ যায় রে চলে'!
একদিন এল সে বিদায়-বেলা
চলে গেলে তুমি, কোন্ অজানা ঠিকানায়।
শাহেদের সে-কী করুণ বিলাপ !
ব্যাকুল বেদনা!!
অস্ফুট আর্তনাদ—
তোমার স্মৃতি ঘিরে আজও!!!


(...রেহনুমা, তোমাকে আরও অনেক নামে হয়তো ডাকতে হবে । ঘরবন্দি থেকে ভাল সময় কাটানোর জন্য, তুমি তোমার অভিনীত যে ফিল্মগুলি দেখতে বলেছিলে, আমি তা’ অনুসরণ করার চেষ্টা করছি।আজ‘রেহনুমা’ ফিল্মটি দেখলাম। আর সেই ঘটনা অবলম্বনে আমি তোমাকে নিয়েই কিছু লিখে ফেললাম। জানি না, তোমার কাছে কেমন মনে হয় !?...সবুজ দ্বীপ, আন্দামান থেকে রইসউদ্দিন)।