এ শহরে অনেক পাবার কথা ছিল
নতুন জীবন, নতুন আশা ছিল মনে ।
রাজপথ, অট্টালিকা, বিচিত্র যান-বাহন—
অচেনা অগণ্য মানুষ, কর্ম-কোলাহল।
পল্লী-বালিকা তুমি, দু’চোখে নতুন স্বপ্ন ।
শহুরে স্বামীর চির পুরাতন এ শহর,
কর্মময় জীবন, সময়ের সাথে বাঁধা ।
প্রেমহীন কঠিন জীবন ।
নিজের ঘরে বন্দি সারাক্ষণ ।
তোমার বিষাদময় কম্পিত কন্ঠে —
‘আজ ধানের ক্ষেতে রৌদ্র-ছায়ায়'
মন ছুটে যায় লুকোচুরি খেলায়,
ফেলে আসা গ্রামের সবুজ ঠিকানায় ।
একদিন একা শহরের পথে চলতে চলতে
পথ হারালে তুমি—
চিনতে পেরে বাড়ির মালিক ফেরাল ঘরে ।
বিষন্ন অসহায় যুবক !
তোমাকে, গ্রামে ফেরাতে চাইল সে ।
পথের মাঝে পথ হারানোর সাধ—
তোমার মনে, কে জানতো !
লুকোচুরি খেললে তার সাথে ।
ফিরতে চাইলে নিজের ঘরে,
প্রেমহীন শহরের মাঝে,
খুঁজে পেতে এক নতুন বসন্ত ।
শহরের নানা অলি-গলি, রাজপথ পেরিয়ে—
আবার ফিরে পাওয়া, অশ্রুসজল দৃশ্য !
যুবক-হদয়ে বেজে উঠল--
প্রণয়ের সুর ! তোমার জন্য ।
দেখা দিল শহরে আর এক বসন্ত।।