সময়ের সে পাখিটা থামলো কোথায়—
আমার, পাগল এ মন তাকে খুঁজে বেড়ায়।
দুটো পয়সার টানে, এলাম আন্দামানে,
সেই ফেলে আসা মা ডাকে আমায়।
সেই বাংলা আমার মা ডাকে আমায়।।


পাঠশালা থেকে যখন ফিরতাম ঘরে
নিজের হাতে ভাত তুলে খাওয়াতো মা।
রাত হলে, মা আমায় আঁচল ঢেকে
ঘুম পাড়ানি গান গেয়ে শোওয়াতো আমায়।
সেই দিনগুলির কথা আজ পড়লে মনে
ঘুম আসে না চোখে, কত রাত চলে যায়।
দুটো পয়সার টানে, এলাম আন্দামানে........


সবার চোখে ছিল যে অশ্রু সেদিন
চলেছি যখন একা সাগর তীরে।
সকলের দোয়া ছিল যেন সুখী হই
একদিন তো হব আমি বড় মানুষ
যেন, আনন্দ-ঝড় উঠলো সুখের কামনায়।
দুটো পয়সার টানে, এলাম আন্দামানে....


মা লিখতো চিঠি আমায় বারে বারে
ফিরে আয় রে মানিক তুই আমার ঘরে।
কত ভেবেছি কাঁদব না, মায়ের কথায়
মায়ের চিঠি প’ড়ে চোখ জলে ভ’রে যায়।
দুটো পয়সার টানে, এলাম আন্দামানে—
সেই ফেলে আসা মা ডাকে আমায়
সেই হারিয়ে যাওয়া দিন ডাকে আমায়!
সেই বাংলা আমার মা, ডাকে আমায়!!