নীরস কণ্ঠে হঠাৎ , সিক্ত ভালোবাসা।
বৃষ্টিতে ভেজা চুল গুলো, শূন্যে ভাসানো।
চোখেতে, খুশির মুক্ত ছড়ানো।
ঠোঁটে যেনো, রক্ত জবা ছোঁয়ানো।


সে যেনো, জসীমউদ্দীনের কবিতার প্রকৃতির সৌন্দর্য।
রবীন্দ্রনাথের লেখা শ্রেষ্ঠ প্রেমের গল্প,
সে নজরুলের লেখা গজলের পবিত্রতা
মুনালিছার হাসির অমীমাংসিত রহস্য।


আমি ভালোবাসি তার চোখের পলকে
কেটে যাওয়া সময়ের স্রোতে ভাসতে।
তাকে ভালোবেসে, মিথ্যা কল্পনায়
তাকে পাওয়ার ইচ্ছেতে হাসতে।


ভালোবাসি কথাটা লুকিয়ে,
অন্ধ ভালোবাসার বর্ষায় ভিজতে।
কল্পনাকে সত্যি ভেবে, সত্যি প্রেমে পড়তে
ভালোবাসি আমি তাকে ভালোবাসতে।