নীরবতার মাঝে উপনিহিত সুখানুভূতি তুমি।
অন্ধকারে ছোটে চলা জোনাকির উজ্জ্বলিত আলো তুমি।
স্বর্গ বাগানের দুলতে থাকা সুরভিত ফুল তুমি।
বসন্তের বাতাসের মাঝে ভালোবাসার অনুভূতি তুমি।


নীরবতার ঐ সুখানুভবের মোহে উন্মত্ত আমি
জোনাকির ঝাকের ঐ প্রজ্বলিত আলোতে মুগ্ধ আমি।
সুরভিত ঐ ফুলের সুবাসে মুগ্ধ সেই ভ্রমর আমি।
বাতাসে অগোছালো অনুভূতিগুলো গুছানোয় ব্যস্ত আমি।


ভোরের বাতাসে লুকিয়ে থাকা মিষ্টি ছোঁয়া তুমি।
সকালের রোদে মিশে থাকা মলিন স্পর্শ তুমি।
অবেলায় ডুবতে থাকা সূর্যের সৌন্দর্য তুমি।
শেষ রাতে সত্যি হওয়ার আশায় দেখা সপ্ন তুমি।


ভোরের বাতাসের মিষ্টি ছোঁয়ায় শিহরিত আমি।
সকালের রোদের মলিনতায় মুগ্ধ আমি।
অবেলার সেই অবাক দৃশ্যের দ্রষ্টা আমি।
শেষ রাতের সেই স্বপ্নের কামনায় ঘুমানো আমি।


প্রিয় চিঠি গুলোর মতো গুছানো কিছু আবেগ তুমি।
সুখের সন্ধানে হারিয়ে খুঁজে পাওয়া এক মুঠো সুখ তুমি।
অনুভূতি গুলো গুছানো তবুও সৃতি তুমি।
অজানা কষ্ট গুলোর অনন্য কারণ তুমি।


ঐ আবেগী চিঠি গুলোর লেখক আমি।
সুখের সন্ধানে হারিয়ে যাওয়া সেই ছেলেটা আমি।
গুছানো অনুভূতি আজ সৃতি তাই তার ধারক আমি।
কষ্ট গুলোকে আগলে রেখে অজানার পথিক আমি।