তুমি কতটা নিখুঁত হতে পারো
ঠিক কতখানি যথাযত-
একবার ভেবে দেখেছো কি?
পারিপার্শ্বিক এ ব্যাপারে কতটা সম্মত

অথচ তোমার এই
না হয়ে উঠতে পারা
চারপাশে গড়ে তোলে
অদৃশ্য দেওয়াল, রুদ্ধকারা


অপ্রমানিত এই বেঁচে থাকা
হৃদয়ের উষ্ণতাও নিক্তিতে মাপা
প্রাসঙ্গিক এই সামাজিক ভিড়ে
শূন্যতারই অনুরণন ক্লান্ত সমীরে


যতই ভাবি- এভাবে ভাববোনা আর
সাজানো তাসের মত পলকা সংসার
এই আছি, আবার এই মুহূর্তে ছারখার


তবুও পারিনা ঠেকাতে-
ভাবনারা ঠিকই ঘুরে ফিরে আসে
দ্যাখে-ঠিক কতখানি ঋণ জমে আছে
পোড়া হৃদয়ের আশেপাশে


যদিও শুধু তোমারই জন্যে
সাজিয়েছি সবুজ তরুদল, এ অরণ্যে
স্বপ্নে জমিয়েছি একবুক নদী
শুধু একবার, একবার আসতে যদি...


রাজা গুহ
27/07/2021