আমার কি ফিরে যাবার কথা ছিলো, ফিরে যাবার কথা
নিস্তব্ধ অরণ্যে বহুবার রাত্রিবাস করেছি আমি
এই পথেই ফিরে যাবার কথা ছিল, কথা ছিল
এখানে নিস্তব্ধতাকে দংশন করে সহস্র চোখে এক বিরাট সূর্যমুখী-
তার তির্যক আলো সহস্রবার ছুঁয়ে যায় চোখ,
অথচ অরণ্যের ভিতরটা এখনো বেশ অন্ধকার,
এ পথেই ফিরে যাবার কথা ছিল, কথা ছিল
মুহূর্ত, পল, অনুপল ছিন্ন করে কোনো এক অচেনা পথে
যার জন্য ঝড়ের মুষ্টি ছুঁয়েছি আমি অনন্তবার
এখন এক বাধ্য ভ্রমণকারী আমি স্বপ্নে
যৌবনের সমস্ত শপথ এখন বিস্মৃতপ্রায়
সমস্ত দরজাগুলো বন্ধ করে দিয়েছে কেউ , আলো নেই
ভালোবাসায় আছে হাড় হিম করা রক্ত- যৌনতা শুধু
নিস্তব্ধ চরাচর, অরণ্য পেরিয়ে কেউ ডাকছে আমায়
আমায় যেতে হবে, যেতেই হবে...


রাজা গুহ
19/10/2021