আজ অনেক গুলো দিন
হয়ে গেল তোমায় দেখি না সুপ্রকাশ।
এখন কেমন আছো? অনেক কাজের ভিড়ে
অতীত মুহূর্ত গুলো মনে পড়ে? পাও অবকাশ?


তুমি কি দেখতে পারছো
আমার এখানে কালো হয়ে এসেছে আকাশ..


এখন মেঘদুপুরেই সন্ধ্যা ঘনিয়ে আসে
অথচ তুমি নেই কোথাও আশেপাশে
ঝরা যুথিকার গন্ধ উতল হাওয়ায় ভাসে


অজানা এক তরঙ্গ ওঠে মেঘের উপর
অনুভবে জাগে কোনো পাহাড়ী নির্ঝর..


তোমার ওখানেও আকাশ দেখতে পাও?
ডুমুরের ডালে বসা কোনো হলুদ পাখি?
অরণ্য ছায়ায় করো রাত্রি ভ্রমণ?
নগ্ন নির্জন জ্যোৎস্নায় , একাকী?


কিসের এক টান যেন অবিরত..
মায়া? প্রেম? নাকি আত্মহননে উদ্যত
এই নাগরিক অন্ধকার।
যাকে এখনো ছুঁয়ে আছি
সে কেন চলে যায় বার বার?


রাজা গুহ
19/07/2021