ভরা ভাদ্রের শেষে বৃষ্টি ক্লান্ত শহর
হঠাৎ মনের ভিতরে, চিলেকোঠার ছোট্ট ঘরে
দেখি, খেলে যায় শারদীয় হাওয়া-আগমনী সুর
উঠোনে শিউলির ডালে কি কুঁড়ি এলো-
সাধের ঝুলবারান্দায় একফালি রোদ্দুর ?


আবেগের ফোঁটা শিশির হয়ে
বিন্দু বিন্দু জমে ঘাসে ঘাসে
শিহরণ কেঁপে যায় ভোরের বাতাসে
স্বপ্নের কাছে চেয়ে নিই স্বেচ্ছা মরণ


দেখি তারপর-
আমি আর আমিতে নেই যে
গজিয়েছে দুই ডানা-অদ্ভুত তার গড়ন


এবার আর কোনো নিষেধ নেই
নেই কোনো ব্যাজস্তুতি মানা
বিকেলের অমল আলোয়
কান্না ফেলে- মেলে দিই ডানা


আকাশ থেকে দেখি কুমোরটুলি-
প্রতিমার সাজ, অচেনা কোনো কিশোরীর লাজ
একমাথা রোদ্দুর মেখে দাঁড়িয়ে আছে
সরু গলিপথ-প্যান্ডেল, আবারো গলি
খুদে খুদে ঘরবাড়ি, উড়ন্ত দস্যি বেলুন, রঙিন চেলি
একদিকে কল্যাণী পৃথিবীর ধান-দূর্বা-মাটি
অন্যদিকে অন্ত্যোদয়ে শাকান্ন, একটু নুন, পরিপাটি


জানলার পাশে কে বসে ওই - দুচোখ কাজল
একাই বসে, আশপাশে নেই বান্ধবীদল
ওকেই বলবো , ওকেই শুধু ফিশফিশিয়ে
উড়তে চাই গো মেঘের উপর তোমায় নিয়ে
জানতে চাইবো, আমায় সেদিন না জানিয়ে
হঠাৎ কখন গেলে কোথায় পথ হারিয়ে


আমি আমার মনখারাপ দের সঙ্গে নিয়ে
খুঁজছি তোমায় যখন আমরা সবাই মিলে
তুমি তখন দুরদেশী কোন গায়ের জলায়
ডুব দিয়েছো কুমুদ হয়ে ফুটবে বলে...


রাজা গুহ
04/08/2021