ভরা যৌবন বিফলে গেল বধু শুকিয়ে গেল যত বুকের মধু
চারিদিকে এখন শুধু ধুধু বালুচর
তুমি কি কভু আপন ছিলি নাকি ছিলে শুধু পর ৷


মেটেনি গো আজো ছিল যত আশ কেটে গেল বহু মাস
তবু মন মানে না বলে তোমারে চাই তোমারে চাই
আমি বলি কেন চাস ?
যে কভু দেবে না ধরা
যারে কভু যাবেনা স্পর্শ করা
তারেই খোঁজে মন
অকারণ সারাক্ষণ ৷


পরদেশে বধু মোর কি করি আর বলো মনে মনে বলি একবারটি ফিরে এসে তুমি আমায় সঙ্গে নিয়ে চলো
হেতায় আর লাগেনা ভালো ৷


কাটতে না চাই মধুনিশি মোর
অঙ্গে ধরে শুধু জ্বালা
নিশাচর ডাকে  গভীর নিশিতে পথের বাঁকে
চাঁদের রুপালি রং মেখে পথপানে চাই তোমার অপেক্ষায় নিশি পোহায়
আর কত দিন কাটবে এমন করে বলো আর সহিতে পারিনা এ কষ্ট
আমারই পূর্ণ যৌবন হলো বুঝি নষ্ট ৷