দুপুর বাধয় এখন শান্ত আকাশ
স্তব্ধ বাতাস সবকিছু গুমরে মরে বুঝি দূরে ডাকে পাখি ওই যেন বলে সই সই আমি খুঁজি তুমি কই ৷


শান্ত বেলা একলা কি ভালো লাগে করি কার সনে প্রেমের খেলা
তুমি বিনে এই বর্ষায় লাগেনা ভালো
তবু কেন তুমি লুকোচুরি খেলা খেলো ৷


মোর উপসী মন শুধু তোমারে চায়
সে কলঙ্কে, লাজে মরে যায়
তবু তোমারে চায় ।


দুপুর পেরিয়ে বিকেল এলো
আকাশ এখন বড্ড কালো
মনে হয় এই বুঝি অঝোর ধারায় ভিজিয়ে যাবে মোরে      তবু ভালো
তুমি না হও বৃষ্টি তো ছুঁয়ে যায়
সে আমার মনের ব্যাথা বোঝে হায়
ঝরে পড়ে যেন আমার অশ্রুধারা হয়ে আকাশ বারবার কালো হয়ে রয়ে
অঝোর ধারা বৃষ্টিতে মন তোমায় নিয়ে ভিজতে চায়
কিন্তু হায় তুমি কোথায় আমার মন চোর প্রাণের ভ্রমর ।