ভালোবাসা খুঁজতে শুরু করলো আমার মন
প্রেম তরী বেয়ে খুঁজে পাবে কি সে জন?
যে জন লুকিয়ে অন্তরে
যার নাম নিতে আঁখি দুটি জলে ভরে যার নামে এত মধু
সে বধু কি দেবে ধরা ?
যার জন্য এত কষ্ট করা ৷


সইছি যে কত ব্যথা কত বেদনা সারারাত তার কথা ভেবে হয়ে থাকি আনমনা
আমার মনটা যে কেমন করে
বিষের জ্বালায় জ্বলে মরে
ঘুম ভেঙে যায় রাত দুপুরে
স্বপ্নে সোনা তার চেনা সুরে ৷


মনে মনে বলি হে প্রিয়
আমায় তুমি সঙ্গী করো
অন্তর মোর তোমার বুকের সুধায় ভরো
আর তোমার মনের একটি কোনে আমার একটু জায়গা করো ৷


কবে তুমি আসবে কাছে ?
তোমার কাছে আসার অপেক্ষায়
আমার দিনগুলি বিরহে কেটে যায়
হায় মোর পূর্ণ যৌবন নষ্ট হলো বুঝি তাইতো তোমাকে আকুল পরান এ খুঁজি লোকে বলে মন্দ কথা কলঙ্ক দেয় মোরে তোমার রামধনুর রং লেগে সব যাবে সরে ৷


খতি কি সেই সবুজ তরুণ মনটি ধরে রাখলে
ক্ষতি কি বল প্রেমের সুরে তোমায় কাছে ডাকলে
যায় আসে না লোকে বলে মন্দ কথা বলুক তবে মোরে
তোমার প্রেমের পরশ লেগে কলঙ্ক যাবে সরে
ভয় কি বলো এই দুনিয়ায় করছি যখন প্রেম
যারা বলে কুকথা মোদের তারা তো শুধু খেলে ওগো নকল ভালোবাসার গেম ৷