অনেক আশা অনেক নিরাশা
এতদিন দিলে তুমি কেন বল মৌসুমী  এতদিন শুধু বহিছে আকাশে মেঘ আর হাওয়া
করেছে তারা কেবলই শুধু আসা আর যাওয়া ।


চাঁদ ঢেকেছে আকাশে  মৃদুমন্দ মেঘ ও বাতাসে
কখনো আড়াল থেকে করে জোছনা উকি আমি সেই দৃশ্যের পানি ঝুঁকি
সন সন সন বহে হাওয়া তাতে দোলে পিয়াল পাতা
জানলার পানে রাখা খাতাটির উড়ে যায় যে পাতা
এবার তো চাই একটু বৃষ্টি একটু অজর ধারা
মন খুশি হবে তাদেরই ভিজবে বৃষ্টিতে যারা
আর দুহাত ছড়িয়ে বলবে এই মন তোরা হারা
কেউ বা খুলবে জানালা কেউ বা খুলবে দরজা
আর বলবে হে মেঘ তুই আরো জোরে গরজা বড় হোক বা ছোট সবাই যে চায় বৃষ্টি এসে বিধাতার  অপূর্ব সৃষ্টি
আর মধুর চেয়েও মিষ্টি ।


বৃষ্টি যখন পড়ে নাচে গাছের পাতা লোকেরা সব খোলে বর্ষাতি বা ছাতা
অনেক চাওয়ার পরে এলো যে বৃষ্টি
তুমি যে মধুর চেয়েও মিষ্টি
বৃষ্টি যখন পড়ে মন যেন জানালা খুলে দাঁড়ায়
জলের ফোঁটা কুড়িয়ে নেবে বলে দুহাত বাড়ায়
বলে মন যে খুশি আজ ঝিরি ঝিরি এই বর্ষায় ।