এক ঝাঁক পায়রা উড়ছে আকাশে
দুরের সোনা ঝরা রোদ মেখে যে ভেসে
সোনা ঝরা রোদ বেলা
তারা ডানা মেলে করে খেলা
মেঘে মেঘে লুকোচুরি খেলা
এই করেই যে কেটে যায়  সোনা ঝরা বেলা ।
দূর গগনের পানে চেয়ে
সোনা ঝরা রোদে নেয়ে
আমি কাটিয়ে যাই তোমার সঙ্গে
হাজার রকম রঙ্গে ৷