কৃষ্ণের মতো দেখতে হয়েও
রাধার মতো মনটা কেন বুঝিনা
আমি তোমার মনে প্রেমের পরাগ ছাড়া
অন্য কিছু খুজিনা ৷


সবাই শুধু দেহ খোজে আমি খুঁজি মন
তারা তো জানি না সেটাই অমূল্য রতন
তাই বিচার করে তারেই করি যতন
তোমার মনকে সাজাবো মনের মতন  আর
আমার মনকে সাজাবো তোমার মনের মতন ৷


দেহ ছেড়ে অন্তরে যে প্রেম মোর বাস করে
সেই প্রেমে মজে গিয়ে প্রেমের সাগরে ডুব দিব
মন যেন দোলনচাঁপা ফোটে শুধু একবার
সেই ফুলেরই মধুর গন্ধ মনে দোলা দিয়ে যায় বারবার
যে মনের কথা বুঝতে পারে
সেই দেহ ছেড়ে হৃদয় বাস করে
তাই বলি শোনো মন ভুল করেও
ভুল করে না ৷