গোলাপ আছে দাদা ?
দোকানদার : না গোলাপ তো নেই ৷
কেন ??
দোকানদার : জানেন না কাল যে বঙ্গবাসীর ভ্যালেন্টাইন্স তাই আজ সব গোলাপ শেষ ৷


হায় হায় হায় হায়
পলাশপ্রিয়ার আরাধনায়
একি হলো গন্ডগোল
পুজোর ফাঁকে পুজো ছেড়ে
মেয়েরা রাঁধে প্রেমের ঝোল
আর ছেলেরা বাঁধে প্রেমের গোল ৷


মেয়েরা পুজোর ফাঁকে
ছেলেদের ফোনটা করে বলে
আসবে কখন বলো ?
বাইকে বাসায় আমাকে তুমি
বহুদূর নিয়ে চলো ৷


অঞ্জলি দিতে বসে
চোখে চোখে কত কথা
যেন এক্ষুনি বলে দেবে
চিরকালের মনের ব্যথা
ঠাকুরমশাই বলে - বুঝে চোখ, দিয়ে মন, ভক্তি ভরে করো পূজা, না হলে ফেল করবে যখন বুঝবে তখন মজা  ৷


পুজো শেষ প্রসাদে কূল
মনে প্রেম ভর্তি
হাতে সুগন্ধি গোলাপ ফুল
এবার বলা হবে আই লাভ ইউ
ছেলে বলে বিয়ে করে তোমার পোষা বিড়াল হয়ে করবো মিউ মিউ
এই করেই কেটে গেলো সারা পুজোর বেলা অবশেষে এইবার শেষ হলো খেলা ৷