ফোন থেকে নয় মন থেকে মুছে ফেলো আমারে
কেন রাখো মনে
কেন ডাকো বারে বারে
কেন কাদাও আমারে
আমার এই মরুভূমি মনে কেন দিলে সবুজের ছোঁয়া
জাননা মরুভূমিতে শুধু ধুধু বালুচর
মনে পরে ক্লাসের সেই সেকেন্ড লাস্ট বেঞ্চ
সেখানে বসে মোরা করেছিলেম প্রেম এখন তো মনে হয় খেলেছিলেম শুধু একটা গেম
সেটা হলো বুঝি শেষ
বেশ বেশ তাই বেশ ৷


এখন মনে রয়েছে মোর সেই প্রেমের  রেশ
প্রেম এখন শুধু দিচ্ছে বিষের জ্বালা এখন মনে হয় কেন পড়ালে
মরে প্রেমের মালা
সেই মধু নামে এসে দাঁড়িয়ে যায় মোর কণ্ঠস্বর আজ হায়
আর ডাকতে পারছি না তোমায়
তুমি তো আর আমার নও
তুমি তো অন্য কারোর
আজ ভালোবাসার জগৎ ৷


এই মনে পড়ে আজও আমাদের একসাথে কথা বলা
একসাথে ছবি তোলা
একসাথে রাত জাগা
একসাথে পায়ে পা মিলিয়ে চলা
আজ বসে আছি নির্জনে
একলা পথের পরে
শুধু তুমি নেই আজ
বিরহ জড়িয়ে ধরে
আর কি আমার জীবনের পথে হবে না একসাথে পথচলা
তবুও ওই মধুর স্মৃতি যায় না কখনো ভোলা
ওরে মন বুঝিনি তখন ইজি শুধু দু দিনের খেলা
এখন কি যাঝয় মন থেকে সব কিছু মুছে ফেলা
বলতে পারিস মন কি আশায় করবো আবার প্রেম
এতো লোক ঠকানো শুধুই একটা গেম এর চেয়ে বিরহ অনেক ভালো
নিজের পথে একাই চলে ৷