সন্ধ্যামালতী ফুটেছে ওই
এই সাঁঝ-ঝরা লগনে তুমি কই
আকাশে একফালি চাঁদ উঠেছে ওই
তবু তুমি কই এলে না তো
ঝিরি ঝিরি মধু হাওয়া ওই বয়ে যায় কত ব্যথা মোর প্রাণে সয়ে যায়
তবু এ বিরহ সয়না প্রাণে
মনে পড়ে তোমার কথা গানে গানে ৷


চাঁদের জোছনা মেখে চেয়ে থাকি পথপানে
কখন তুমি আসবে
কখন ভালোবাসবে
কখন বলবে মরে ভালোবাসি তোরে ৷


যখন যাই গহন বনের পথ পেরিয়ে সবার কুটিল নজর এড়িয়ে
একটিবার দেখতে তোমায় তুমি কি এলে এক নয় দুই নয় শত প্রহর কেটে যায়
হায় তবু তুমি আসো না কাছে
এসে পুকুর ধারে আমার পাশে বসো না ৷
আজও মনে পড়ে ওই রজনীগন্ধার বাগানে তুমি আমি দিবস ও যামি করতাম কত খেলা
কত হাসি গল্প আনন্দের মেলা
চাঁদ ওঠে জুই চামেলি ফোটে
স্নিগ্ধ তারাদের আলো মেখে পোহাইতাম মধুযামিনী
দেখতাম ছাদের টবে ফোটা ফুল কামিনী
আরো কত কি
আজ নিশি কাটে একলা
আজ হয় না কোন খেলা
আজ আমি একা শুধু একা ৷