জন্মাই আমরা নিজের জন্য।


নিজের ছায়াকে ভালোবেসে যে কথা বলি,
যে কাজ ক’রি হুজুগের স্রোতে গা ভাসিয়ে,
সামনের মুঠো ভরা ঘাস লক্ষ্য ক’রে
মিছিলে পদচিহ্ন মাড়াই …….
সেতো নিরাপদ আমি’র কব্জি দুধে-ভাতে ডোবাতে।


মহামানবের বাণী
বন্দী পাতায় গ্রন্থকীটের রসদ।
দাগ যা কাটি সেতো মনে রাখার নয়,
ভালোবাসার নয়।


মায়ের বুকে জলের দাগ,
রাস্তায় রক্তের দাগ,
সকালে আলোর বুকে প্রেত-রাত্রির দাগ।


সব দাগ ছায়া’কে ভালোবেসে।


জন্মাই আমরা নিজের জন্য ,
কপালে রসকলি এঁকে
“দাগ” বিলাই গৌরাঙ্গ প্রেমের সুরে।