এই লেখা শেষ লেখা
এই দেখা  শেষ দেখা,
এই কথা শেষ কথা,
এই বার্তা শেষ বার্তা,
জীবনে আমি পরাজিত
আমি পণ্য আমি বিক্রিত,
ধুপধুনায় বড় হওয়া
কিসের জন্য দোলনায়
আবার ফিরে যাওয়া!
ছেঁড়া শাড়ি মাটির বাড়ি
টানাটানি সংসার
আমি পণ্য আমি ছারখার!
লালিত পালিত এক হাতে
বাকিটা মহাসমুদ্রের সাথে,
আমি ডুবুরি নৌকা ছাড়া
আজ যা আমি,
তার ফল লক্ষ্মণ রেখা ছাড়া,
পায়ে ছিল নুপুর কিন্তু
মানিনি ভেঙেছি আসল বেড়া,
আকাশ সাজাতে
ভুলে গেছি আমি রঙের তুলি
পায়ের নিচে তপ্ত বালি,
দীর্ঘশ্বাস উত্তপ্ত বাতাস,
সাজাতে গিয়ে উল্টোপাল্টা সব তাস,
আমার এই লেখা শেষ লেখা
এই দেখা শেষ দেখা,
মাথার ওপরে যে পাখা
জল চোখে তাকিয়ে দেখা,
আমার বন্ধ চোখে আজ বড্ড অশ্রুপাত
আমি নিজেকে নিজেই দিয়েছি আঘাত,
সাজবো বলো নিজেকে দিয়েছি ফাঁকি
আজ বড্ড অশ্রুআঁখি,
তাইতো প্রতিদিন লিখি
বাঁচতে লিখতাম কবিতা,
শব্দ আর সাজে না,প্রতিনিয়ত  শব্দগুলো
আমাকে নিয়ে করছে খেলা,
প্রতি রাতে শব্দ সাজাতে
কলঙ্কিত আমার রুপ প্রতি কবিতাতে,
ঘুম হারা কতদিন কত রাতে
প্রতিফলিত আমি এক একটা কবিতাতে!
★★★