এরই মাঝে কিন্তু
তবুও ছিলে জীবন্ত,
দেহ মনে তপ্ত,
সময় সময় আসক্ত।
কাক ডাকে কা কা
সকাল বিকাল দুপুরে
মানা করলে শুনে না,
মাথামোটা একদম বুঝে না,
শীত হোক কিংবা গ্রীষ্ম
সুযোগ সুবিধা হোক
কিংবা কারণ অকারণে
কা কা ডাকে,
বুঝে না যে-
বোঝাবে কি করে তাকে!
চোখে সর্ষে ফুল দেখে
টেনে নিলে বুকে,
স্বপ্ন দুচোখে
এ যেন গোলাপ
ভাবে না এটা বড় অভিশাপ!
তবুও কাক ডাকে কা কা
মানা করলেও শুনে না
বোঝালেও শুনে না মানা,
ঝড় কিংবা রোমান্টিক বৃষ্টি হোক
যে কা কা ডাকে
না ডাকলে মারা যেতে পারে পেট ফুলে,
ওই মেয়ে কি স্বপ্ন দেখলে
যে তোমার কানের দুল খুলে গেল,
মাথার সিঁদূর ইঁদুরে খেয়ে নিলো,
ভাঙা চুড়ি ছিটালে সাদা বকের বুকের ওপর দিয়ে
শেষ অবধি জব্দ করলি!
তোর স্বভাব আর গেল না
শেষ যাত্রা পথ
তবুও কা কা করছিস!