মায়ার জাল বড় কঠিন জাল
নিজের ভালো লাগা আর ভালো থাকা হয় না,
এই জাল করে বড় দূর্বল,
আমাদের ভালো লাগা আর ইচ্ছাগুলো কে কবর দিতে হয়,
মায়ার জাল পা থেকে মস্তিস্ক পর্যন্ত জড়ায়।
সময়ের প্রবহমান স্রোতে ভয় হয় সামনে এগোতে,
অস্তিত্বে মিশে ছায়া,
ভালোবাসা সে ত অনেক দূরে,
চোখের জল করেছে দুর্বল
নিজের ইচ্ছেগুলোকে প্রতিনিয়ত হত্যা করে মায়াজাল,
অন্তরাত্মায় ছেয়ে গেছে মায়া ,
বাঁধা পড়েছি তোমার স্বাধীনতায় ;
আমার নিজের স্বাধীনতায় ছায়া।


       *****  ****  *****