দীপ্তি যার সৃষ্টি
রাত পেরোনোর পর
তার চোখে বৃষ্টি,
ছায়াতলে যত আছে মায়া পড়ে
দিনের বেলায় দীপ্তি যায় ছেড়ে
রাতের শরীরের গল্প ঘুম কাড়ে
পাতা উল্টে দেখি ভোরে
শুকনো গোলাপের পোড়া গন্ধ
যতই একটু একটু করে বাড়ে
প্রিয়ের কথা ততই মনে পড়ে!
দীপ্তি যার সৃষ্টি
রাত পেরোনোর পর
তার চোখে বৃষ্টি।