নয়ন মেলিয়া, চরন ফেলিয়া;
    দৃষ্টি মোর যেইখানেতেই যায়,
একটু খানি স্বস্তির ছায়া
   কোথাও দেখিতে নাহি পাই।


যেদিকে তাকাই অন্যায়-অবিচার,
       দুর্নিতি জুলুমে ভরা;
দৃশ্য দেখিয়া মনে হয় যেন
    নরক নাড়িছে কড়া ।


আজ মানুষের হৃদয় কঠোর হইতে হইতে,
     পরিনত কঠিন পাথর -
বোঝেনা মায়া- তাদের করেনা দয়া,
  যারা অত্যাচারের যন্ত্রণায় কাতর।


আজ সভ্যতারই ভাঁজে ভাঁজে-মানুষ জাতি নানান সাজে!
হয়ে গেছে স্বার্থেরই কাঙ্গাল ,
ভুলে যায় সকল প্রথা নীতি - পিতা মাতাকে বানায় দাসী,
সুযোগ পাইলে দেয় ফেলিয়া ভাবিয়া নষ্ট যন্জাল ।
  
আজ ভাইয়ে ভাইয়ে করে যে লড়াই - কারো মাঝে কোনো ভ্রাতৃত্ব বোধ নাই !
  হয়েছে গেছে সব বন্য পশুরই সমান,
গুরুজনে করেনা সম্মান-তাহার বদলে করিয়া অপমান;
নিজকে করিতে চায় অনেক বড় মহান।


উন্নত এই সভ্যতার নেই কোনো প্রয়োজন
   যেখানে নির্যাতন,নিপীড়ন,বর্বরতায় ঠাসা;
সেই সভ্যতা পেতে চাই ফিরে যেথায় ছিল?
  মায়া-মমতা,স্বজনপ্রীতি প্রেম আর ভালোবাসা ।