এখনকার ঈদ,
আজ ঈদ মানে নয় আনন্দ, ঈদ মানে নয় খুশী,
ঈদ মানে কুরবানী নিয়ে গোসত খাবো বেশি বেশি।
আজ লোক দেখাতে পশু কুরবানি করিছে কত জনে,
ভুলিয়া গিয়েছে ইসলামের আইন ত‍্যাগের মাহাত্ম্য আর মানে ।
কুরবানীর পশু নিয়ে করিছে  শোআপ কার পশুর কত দাম!
লিখেছে শত স্টাটাস আর রাখছে সেই পশুর হরেক নাম ।
আজ ঈদ মানে নিলর্জ আর বেহায়াপানার খেলা,
ঈদের দোহাই দেখিয়ে পর্দার আইন ভাঙ্গিতেছে নরী করিতেছে অবহেলা ।
আজ ফরজ নামাজ বাদ দিয়ে সবে ব‍্যস্ত ওয়াজিব নামাজে,
ফরজ সুন্নাহ তুচ্ছ করেছে মনগড়া আইন বাস্তবায়ীত আজ সমাজে  ।
এখন মুসলিমদের নাইকো ইমান হয়ে যে গেছে জীর্ণ সীর্ণ নড় বড়ে  ।
তাইতো হারামের পিছে ছুটছে তারা দেখো ঐ গান বাজনার বহাড়ে।
এমন হাজারো ঘৃণিত কাজে পূর্ণ আজকের সমাজ,
কুরআন-হাদীসের কথা ভুলে গিয়ে মন গড়া অভিলাষ ।


======================@@
তারিখ : ১১-৮-২০২২
পাথরখালী, উ:বেদকাশী, কয়রা, খুলনা