নেত্র জোড়ার দিপ্ত আলোয় নতুনত্বের অন্বেষণে!
শত চিন্তায় চরন তুলে তারা বর্হি বিশ্ব দর্শনে ।


স্তব্দ স্বরে আপন মনে ঘোরে ফেরে
যেতে চাই তাদেরও মন দুর থেকে বহু দুরে ,
তাদের চাওয়ার সেই বেজায় আকাঙ্ক্ষা মুক্ত বাতাসে মেলাতে পারেনা পাঙ্খা,
স্তব্দ থাকে সারাক্ষণ কেননা রুদ্ধ কন্ঠস্বর  ।


কেমনে করিবে প্রকাশ তারা  মনের ভাব গুলো
অন্য জনের তরে,
সে যে বাকরুদ্ধ কোনো ভাষা নাই যে তার স্বরে  ।


সবকিছু দেখে যায়;
মুখ বুজিয়া সকল অপমান লাঞ্চনা নিরবে সয়ে যায়!
তাহার একটাই ত্রুটি!
নাই যে তাহার প্রতিবাদমুখর বলিষ্ঠ কন্ঠস্বর ।


এমনি করে সহস্রাধিক বঞ্চিত মানবের তরে,
বাকহীন সহ সকল সুবিধাবঞ্চিত দের প্রতি সহানুভূতি ধর তুলে ।
তাহাদের মুখে ফুটবে হাসি একটু সহানুভূতি পেলে,
পরম আনন্দে কাটাবে জীবন সকল কষ্ট ভুলে ।


  --সহমর্মিতার সংবেদন ।