রবির প্রখরতার হয়ে অন্ত,
মৃদু হাওয়ায় চারিপাশ হয় যে প্রশান্ত;
হেনু রূপ দর্শনে অনাবিল শান্তি!
দুর হয় সারাদিনের অবসাদ ও ক্লান্তি ।
নিস্তেজ প্রকৃতি সজীবতা ফিরে পায়,
সোনালী আভার মেলা ধরার কোনায় কোনায় ।


বৃক্ষের ডালে ডালে সুমধুর কন্ঠে
গাহে গান দেখ পাখি স্বযত্ন আনন্দে,
আধার কড়া নেড়ে ধিরে ধিরে হয় প্রকট;
নিশির পরশ পেতে মন হয় চঞ্চল ।
__________________@@
রচনা কাল : ১৮-৯-২০২২
বিকেল ৪:৩৫