বর্বরতায় পূর্ণ ধরণী মাঝারে
  একটু খানি স্বস্তির নিশ্বাস ত‍্যাগেতেও সহস্র অন্ত
অত‍্যাচারিত, নিপীড়িত, অসহায়ের করুন চিৎকারে
  মুখরিত আজ সমস্ত দিগন্ত ।


আজ বিচারকের আসনেও চলে অবিচার
  নেই কোথায় আইনের শাসন,
টাকার কাছেতে গোলাম যে আজ
  সর্ব দেশের সকল প্রশাসন ।


আজ বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মা-বাবার আর্তনাদ আর বিভীষিকাময় চাহনিতে
  ছেয়ে গেছে পুরো বিশ্ব !
প্রতিষ্ঠিত তাহাদের শিক্ষিত সন্তান অথচ ;
  তাহারা আজ বড়ই নিস্ব ।


নেইকো কোথাও শান্তির ছায়া
  হইয়া গিয়াছে সে উধাও ,
হও তুমি সচেতন ওহে যুবক;
   রুখে দাড়াও -
অন‍‍্যায়ের বিরুদ্ধে জীবন বিলাও ।