বৃষ্টি মানে জলের দেশে ভেলায় করে ভাসা,
দূর আকাশের রামধনুটা ছুয়ে দেখার আশা।
মাটির চুলোয় ডাব-খিচুড়ি, বেগুন ভাজার সাথে,
কাঁদার ভিতর গড়াগড়ি, ফুটবলে তে মাতে।


বৃষ্টি মানে বইপ্রেমিরা বইয়ে ডোবে; কফির মগ হাতে,
সোডিয়াম বাতি অনর্থক শহুরে এমন রাতে।
শতরঞ্জির খেলায় মাতে ছেলেবুড়োর দল,
বৃষ্টিভেজা হওয়ার জন্যে হাজার রকম ছল।


বৃষ্টি মানেই চায়ের আসর, বেসুরো সব গান,
লন্ঠনের মৃদু আলোয় আশঙ্কাময় প্রান।
ঘন কালো মেঘের ভেলায় আধার নামে পটে,
মাঝিহীন নৌকারা সব বাধা থাকে ঘাটে।


বৃষ্টি মানেই আনন্দ এক, ভালোবাসার খেয়া
মাঝেমধ্যে বৃষ্টি পানে উদাসী হয় হিয়া
তবু তোমার বৃষ্টি দেখার থাকবে নিমন্ত্রণ-
ডাকপিয়নের খামের ভিতর অনুভূতির যতন।


তারিখ : ২০-০৪-২০২২