ইচ্ছে আমার স্বপ্নগুলো সবই যদি সবই পূরণ,
ইচ্ছে আমার সেই স্বপ্নের মাঝে হইবে না কেউ বাধার কারণ ।
ইচ্ছে করে পাখির বেশে যায় উড়িয়া নবীর দেশে!
ইচ্ছে করে কাবা শরীফ করি তাওয়াফ হাজী বেশে,
ইচ্ছে করে মধুর স্বাদ করি গ্রহণ অলি বেসে,
ইচ্ছে করে সাধুবেশে ঘুরি আমি সকল দেশে ।


ইচ্ছে করে ফিরে যেতে শৈশবের সেই দিনগুলোতে
ইচ্ছে করে সেই সময়ের স্মৃতিগুলো বারে বারে ফিরে পেতে ;
ইচ্ছে যে হয় পাখির মতো দূর অজানায় যায় যে উড়ে
ইচ্ছে যে হয় শীতল বাতাস হয়ে দেই যে সবার প্রাণ জুড়িয়ে ।


ইচ্ছে যে হয় আকাশপানে পাহাড় হয়ে থাকি দাঁড়িয়ে,
ইচ্ছে যে হয় নীবিড় ভাবে নদীর মতো যাই যে বয়ে।
ইচ্ছে যে হয় মেঘের ভেলায় ভেসে বেড়াই আপন মনে,
ইচ্ছে যে হয় মিশে যে যাই পাগল করা ফুলের ঘ্রাণে ।
ইচ্ছে করে মৎস হয়ে ঘুরি সারা সুমুদ্র তল,
ইচ্ছে করে জয় করিতে উদ্ধ গগন আর নিম্ন পাতাল।


ইচ্ছে যে হয় গরিব অসহায় মানুষের পাশে চাই দাড়াতে,
ইচ্ছে করে শক্ত থেকে অন‍‍্যায়ের বিরুদ্ধে পা বাড়াতে।


ইচ্ছে করে সমাজ থেকে দুর্নীতিকে দুর করিবার,
ইচ্ছে যে হয় সমাজটাকে সুন্দর ভাবে গড়ে তুলিবার।
সকল ইচ্ছে সকল স্বপ্ন যদি কখনো হইত পূরণ
থাকিতো না কোনো চাওয়া হইতাম পূর্ণ - স্বার্থক হইত মানব জনম ।।