উঁচু করিয়া শীর
   লক্ষ্য রাখিয়া স্থির,
দৃঢ় চিত্তে বাধার শত তিমির রাত পার করিবার
         নামই জীবন ।


নয়তো খেলার পুতুল
   নয়কো রঙ্গ মঞ্চ,
চলিতে হইবে দূর বহু দূর মাঠ ঘাট দিগন্ত!
    
     জীবন
নয় শরতের মনোমুগ্ধকর সাদা মেঘের ভেলা,
যে নশ্বর এই ভূবন মাঝেতে করিছো অবহেলা ।
ভোগ বিলাশীতা নয়-
    জীবন মানেই ত‍্যাগ!
নয় হিংসা বিদ্বেষ - নয় সহস্র অভিলাষ ।


জীবন হইলো প্রভূ কর্তৃক মহিমান্বিত দান;
জীবন হইলো স্বর্গ নরকের পাথেয় অভিযান ।


কোটি তিতিক্ষার সংগ্রামী তুমি
হইয়া বিজেতা আসিয়াছ আজ জন্মিয়া দেখিছো এই ধরা!
যেওনা দিতে বৃথা তোমার এই স্বার্থক জনম
   গড় নিজেকে করে তোল সবার সেরা ।