কে গো তুমি মোর নিদ্রা হরিত পাখি,
অস্পর্শেও তোমার ছোয়ার পরশ বুজাই যখনই
আখি ।


অচেতন মোর হৃদয়
  ভাবিয়া অতিবাহিত বেলা,
একোন ছায়া, একোন মায়া,
   বাড়ায় মনের জ্বালা ।


ওঠে যে কালবৈশাখী মনের সাগরে;
  সেটা কেমনে আটকে রাখি,
প্রশ্ন এটাই ?
কে ওগো তুমি মোর নিদ্রা হরিত পাখি ।