দীপ্ত কণ্ঠে উঠিয়ে স্লোগান
   জনতার মঞ্চে করিয়া মুক্তির আহবান,
দেশ খন্ডনের প্রচ্ছদ গঠনে তার বিরতিহীন হাত
    দৃঢ় মনোবল আর সাহসী মনন ।


স্বাধীনতার বাণী করিয়া রচন!
   জনসুমুদ্রের মঞ্চে করিয়া পাঠন,
হানাদারের বিরুদ্ধে লড়িবার আত্মবিশ্বাস
   জাগাইলেন তিনি রাখিয়া জীবনপন ।


অমর রচিত তাহার অমূল্য বাণী!
   ঘুচিয়েছে কোটি লাঞ্চিত জনতার গ্লানি ।।


তারই প্রয়াসেই আজ বাঙালি,
  হইয়াছে স্বাধীন ছাড়িছে স্বস্তির নিঃশ্বাস-
বিশ্বে মাঝারে সংগ্রামী জাতির খেতাবে
   নির্বিঘ্নে বাঙালি করিয়াছে আত্মপ্রকাশ ।


বজ্রকন্ঠ সেই বাণী শুনিয়া-প্রাণের মায়া ত‍্যাগ করিয়া
  মুক্তির পথে বীর বাঙালি হইল যে পয়গাম,
বাণীটি তাহার,
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
   এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ।।