তোকে এতটাই ভালোবাসি যে
তোকে ছেড়ে থাকাটা হয়তো অসম্ভব হয়ে উঠবে,
কিন্তু এই প্রতিস্পর্ধা করবো না যে তোমাকে ছাড়া আমার জীবন গতি হীন হয়ে যাবে,
হয়তো তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে ।


কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার জন‍‍্য তোমাকে
অভিশাপ তো দিতে পারবো না!
দিতে চাই ও না!
তবে দিন শেষে প্রভুর কাছে এইটুকুই শুধু চাইবো
তোমার মতো কেউ একজন যেন
তোমার জীবনে আসে?
যে স্বার্থপরতায় পারদর্শী কথা দিয়ে কথা না রাখুক!
ভালোবেসে আগলে না রাখুক!
ছেড়ে না যাওয়ার শপথ নিয়েও ছেড়ে চলে যাক,
স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্ন ভেঙেচুরে একাকার করে দিক
গল্প করতে করতে ভোর হয়ে যাওয়া  রাত গুলো
দীর্ঘশ্বাসে ভরে উঠুক!


তবেই না আমাকে খুজবে!
তবেই না আমাকে বুঝবে ,
তুমি ঠিক কেমন একটা মানুষ
আদৌ মানুষ হয়েছ কী না?
তোমার মাঝে মনুষ্যত্বের ছাপ আছে কী না?


মানব জনম পেলেই তো আর স্বার্থক মানুষ হওয়া যায় না!
মানুষ‍‍্যত্ব বিহীন মানব জনম চতুষ্পদী জন্তুর সাদৃশ।


মনুষ‍‍্যত্ব অর্জনরে অন্তরায় স্বার্থপরতায় ঘেরা হৃদয়,
আর তোমার তো সবটাই ছিল মিথ্যে অভিনয়ের আশ্রয়,
অভিনয়ের প্লাটফর্মে তুমিও একজন শ্রেষ্ঠ অভিনেত্রী।


একতরফা অভিনয় হলেও একতরফা তো ভালোবাসা ছিল!
তাই তো তুমি নির্দ্বিধায় এতোটা পোড়াতে পেরেছ আমায়!
অভিযোগ নেই কোনো অভিশাপ ও দিব না,
শুধু কামনা এটাই!
জীবনটা ভরে উঠুক তোমার,তোমার মতোই পেয়ে একজনা!
আমি তোমায় কখনোই অভিশাপ দিতে পারবো না ।