যতন করিয়া - রাখি লুকাইয়া
  মানস লোকের অগোচরে,


করি সারাক্ষন - তাকে আহ্বান;
  থাকিতে তনুর গভীরে ।


সংশয়ে থাকি - যদি দেয় ফাঁকি,
   চলিয়া যায় সে মোরে ফেলে;


হৃদয় মানেনা - কখন জানিনা
  পুড়াইবে সে মোরে অনলে ।


সে হইলো আমার বাচিবার আশা,
   আমার প্রাণ পাখী !


তাইতো তাহাকে আদর যতনে,  
  বুকের মাঝেতেই ধরিয়া রাখি ।